।
০১। অফিসের অবস্থান : ঢাকা জেলার দোহার উপজেলার পূর্ব সুতারপাড়া গ্রামে (সুতারপাড়া ঈদ গাঁ সংলগন্ন) অবস্থিত।
উত্তরে দোহার পৌরসভা, পূর্বে আড়িয়াল বিল ও নবাবগঞ্জ উপজেলা,পশ্চিমে বিলাসপুর ইউনিয়ন ও পদ্মা নদী, দক্ষিনে নারিশা ইউনিয়ন ও পদ্মা নদী।
ক) সীমানা : দক্ষিনে নারিশা ইউনিয়ন, পশ্চিমে পদ্মা নদী ও বিলাসপুর ইউনিয়ন, উত্তরে দোহার পৌরসভা, পূর্বে আডিয়াল বিল ও নবাবগঞ্জ উপজেলা।
খ) স্থাপন কাল : ১৯৬৪ খ্রি:
গ) জেলা/থানা থেকে যোগাযোগের ব্যবস্থা : বাস, অটোরিক্সা, রিক্সা, বাইসাইকেল, মোটর সাইকেল ইত্যাদি।
০২। ইউনিয়ন পরিষদ পরিচিতি :
ক) আয়তন : ৮.৫০ বর্গ মাইল
খ) লোকসংখ্যা :৩৪,৬৬৫ জন পুরুষ: ১৬৭০০জন, নারী: ১৭৯৬৬জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
গ) গ্রামের সংখ্যা : ১৫ টি।
ঘ) মৌজা সংখ্যা : এস এ রেকর্ড অনুযায়ী ৭টি, আর এস রেকর্ড অনুযায়ী ৭টি।
ঙ) হাট বাজারের সংখ্যা : ৪টি (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা :
কলেজ উচ্চ বিদ্যালয় কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয় মাদ্রাস
সরকারী ০ ০ ০ ১০ ০
বেসরকারী ০ ২ ৩ ০ ২০
ছ) শিক্ষার হার : ৬০%
১। পুরুষ ৫৫%
২। মহিলা ৪৫% (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
জ) রাস্তা ও সড়কের পরিমাণ :
১। পাকা ২০কিঃ মিঃ
২। এইচ বি বি ২৫কিঃমিঃ
৩। কাঁচা ৯ কিঃ মিঃ
ঝ) নলকূপের সংখ্যা :
১। অগভীর ৪৯০টি
২। গভীর ৫২টি।
৩। তারা পাম্প ০টি
ঞ) জমির পরিমাণ (একরে) :
১। এক ফসলী ১৩৪০ একর
২। দু ফসলী ১৪৪ একর
৩। তিন ফসলী ৯৬ একর
৪। পতিত জমি ১৬ একর
ট) ঐতিহাসিক দর্শনীয় স্থান : পদ্মা নদীর পাড় ও আড়িয়াল বিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS