ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৭ সালে প্রথম থোরলা ঢাকা জেলার অধীনে বর্তমান দোহার ও সুতারপাড়া এই ২টি গ্রাম নিয়ে সুতারপাড়া ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৫৯ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন ওছিউদ্দিন সরকার। তারপর পর্যায়ক্রমে তপু সরকার, দোহার গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান মহকুমা জুরি বোর্ড এর সদস্য আবুল কালাম সরকার প্রথম ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মনোনীত হন এবং তিনিই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তবে ঐ সময়ে নৌকা ও গরুর গাড়ি ছিল সুতারপাড়া ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS